দেশের উপজেলা ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

দেশের উপজেলা ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

পঙক্তি ডেক্স:

দেশের ৪৯৩টি উপজেলা পরিষদ ও ৬১ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চেয়ারম্যানদের অপসারণ ও মৃত্যুর কারণে চেয়ারম্যানের মোট শূন্য পদ ধরে মোট ৪৯৪টি পদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। এদিকে নাটোর জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে ওই পদ শূন্য ঘোষণা করে সেই পদেও প্রশাসক নিয়োগ করা হয়েছে। পার্বত্য তিন জেলা বাদে দেশের সব জেলায় (৬১টি) প্রশাসক নিয়োগ করেছে সরকার।

এর আগে গত ১৭ আগস্ট উপজেলা পরিষদ আইন-১৯৯৮ এ সংশোধন করে অধ্যাদেশ জারি করে সরকার। এতে বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যানকে অপসারণের বিভাগ রাখা হয়। সোমবার (১৯ আগস্ট) জেলা পরিষদ পদে প্রশাসকের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের এক আদেশে ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করা হয়। এ ছাড়া খুলনার কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় সেই পদে প্রশাসক নিয়োগ করা হয়।

আদেশে দেখা গেছে, উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের।

৬১ জেলায় প্রশাসক নিয়োগ
দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এদিকে গত ১৮ আগস্ট নাটোর জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে ওই পদ শূন্য ঘোষণা করে সেই পদেও প্রশাসক নিয়োগ করা হয়েছে। পার্বত্য তিন জেলা বাদে দেশের সব জেলায় (৬১টি) প্রশাসক নিয়োগ করেছে সরকার।

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত আলাদা আদেশ জারি করে। এর আগে গত ১৭ আগস্ট চেয়ারম্যানদের বিশেষ পরিস্থিতিতে অপসারণ করার বিধান রেখে অধ্যাদেশ জারি করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) জারি করা আদেশে দেখা গেছে, পাবর্ত্য তিন জেলা বাদে বাকি সব জেলায় জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে দেশের সব জেলার উপজেলায় প্রশাসক নিয়োগ করা হয়েছে সোমবার (১৯ আগস্ট) জারি করা আদেশে। আদেশে দেখা গেছে, দেশের ৬১ উপজেলায় প্রশাসক নিয়োগ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। এর আগে অপর এক আদেশে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়। আর খুলনার কয়রা উপজেলায় চেয়াম্যানের মৃত্যুর কারণে পদ শূন্য ঘোষণা করা হয়। এরপর দেশের ৪৯৪টি উপজেলায় প্রশাসক নিয়োগ করা হয়।

এ ছাড়া দেশের ৩২৩ পৌরসভার চেয়ারম্যানকে অপসারণ করা হয়। এর আগে দেশের সাতটি উপজেলায় আগে থেকেই প্রশাসক নিয়োগ করা ছিল। তাদের সাত জনকে অপরাণ করা হয়।

Share This