পঙক্তি ডেক্স:
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ভবনের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা। সোমবার (১৯ আগস্ট) বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে।