ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা-ভাঙচুর

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা-ভাঙচুর

পঙক্তি ডেক্স:

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ভবনের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা। সোমবার (১৯ আগস্ট) বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজ, নিউজ টোয়েন্টি ফোর ও রেডিও ক্যাপিটালের কার্যালয়। বিকাল তিনটার দিকে ৭০/৮০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা কমপ্লেক্সের নিচ তলায় ভাঙচুর করে।

বাংলাদেশ প্রতিদিনের জ্যৈষ্ঠ অপরাধ বিষয়ক প্রতিবেদক সাখাওয়াত কাউসার জানান, কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যায়। তাদের সবার হাতে লাঠি ছিল। এসময় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। সাখাওয়াত কাওসার বলেন, একের পর এক মিডিয়ায় হামলা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে যাচ্ছে। এ বিষয়টির এখনই সুরাহা করা প্রয়োজন। সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, এজন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

Share This