মহান স্বাধীনতা দিবস ও বাঙ্গালীর চেতনা
আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস। ঢাকাসহ সারাবিশ্বে এ দিবসটি লাল সবুজে সেজে পালিত হয়েছে।
বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পদ্মা সেতু, মেট্রো রেল, ট্রানেলসহ ডিজিটালাইজেশনের দিক থেকেও অনেক এগিয়ে আছে। কিন্তু আমাদের এই বাংলাদেশ একদিনে আসেনি। পাকিস্থানী হানাদাররা ১৯৭১সালের ২৫শে মার্চ বাঙ্গালীদের উপর রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিলো। নির্মমভাবে হত্যা করেছিলো এদেশের বুদ্ধিজীবীদের। পাক বাহিনী এতেই ক্ষান্ত হননি। তারা ২৬ শে মার্চের প্রথম প্রহরে গ্রেফ্তার করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
গ্রেফতার হওয়ার পূর্ব মুহুর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষনা করেন বাংলাদেশের স্বাধীনতা। এরপর বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজ উদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মুক্তিযুদ্ধকালীন সরকার গঠন করেন। শুরু হয় বাংলাদেশে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ করে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন হলো প্রিয় মাতৃভুমি বাংলাদেশ।
আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে। বাংলাদের স্বাধীনতা দিবস একটি গৌরবময় ইতিহাস। ১৯৭১ সালে ২৬ শে মার্চ আর আজকের ২০২৪ সালের ২৬শে মার্চের মধ্যে এক অভ’তপূর্ব পরিবর্তণ সাধীত হয়েছে। একটি যুদ্ধ বিদ্ধস্থ স্বাধীন বাংলাদেশ আর আজকের বাংলাদেশ জাতির জনকের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সম্ভাবনাময় উন্নয়নশীল স্বাধীন বাংলাদেশ। তাই আজকের এই দিনটি অত্যান্ত গৌরবের ও সম্মানের।
বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এখন বিশ্বের অনেক দেশের জন্য উদাহারণস্বরুপ। অর্থনৈতিক ও আর্থসামাজিক দিক থেকে বাংলাদেশ এখন দক্ষিন এশিয়ার প্রায় সব দেশকে ছাড়িয়ে গিয়েছে। জাতির জনকের দেখানো পথে হেঁটে বঙ্গবন্ধু কণ্যার হাতেই এখন নিরাপদ প্রিয় বাংলাদেশ। আর বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বঙ্গবন্ধু কণ্যার চাওয়াতেই বাংলাদেশের এতো উন্নয়ন সম্ভব হয়েছে। আর এরই ধারাবাহিকতায় আগামী ২০৪১ সালের মধ্যে হয়ে উঠবে একটি সমৃদ্ধশালী উন্নত এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। আর সে লক্ষ্যেই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেটে চলেছেন। তাই মহান স্বাধীনতায় উদ্ভুদ্ধ হয়ে সবাইকে একযুগে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সোনার বাংলা গঠনে সহায়তা করতে হবে। তবেই দেশ স্বপ্নের সোনার বাংলাদেশ হয়ে উঠবে।
লেখক: জান্নাতুল ফেরদৌস পান্না
২৬ মার্চ ২০২৪