“বন্ধুত্ব ভালবাসার শক্তি এক সীমাহীন বন্ধন” স্লোগানে আনন্দ ভ্রমন ফ্রেন্ডস পাওয়ার ৯/১১ ব্যাচ আয়োজনে মানিকগঞ্জ !

“বন্ধুত্ব ভালবাসার শক্তি এক সীমাহীন বন্ধন” স্লোগানে আনন্দ ভ্রমন ফ্রেন্ডস পাওয়ার ৯/১১ ব্যাচ আয়োজনে মানিকগঞ্জ !

পঙ্​ক্তি ডেস্ক:

শুক্রবার(১৩ ডিসেম্বর) মানিকগঞ্জের বেউথা-আন্ধারমানিক রোডের পাড় পিকনিক স্পট & রেস্টুরেন্টে সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত জমকালো বর্নাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে সারা বাংলাদেশ বন্ধুদের নিয়ে পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। সারা বাংলাদেশ থেকে প্রায় ২০+ বেশি জেলার বন্ধুদের উপস্থিতি ছিল এই প্রোগ্রামে। গ্রুপের প্রতিষ্ঠাতা আহমেদ শ্রাবন ২০২১ সালে ৩১শে অক্টোবর অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ বন্ধুদের একত্রিত করার প্র‍য়াসে গ্রুপ ক্রিয়েট করেন। মানবিক কাজের জন্য এই গ্রুপ বাংলাদেশের অন্যতম সেরা গ্রুপ হিসেবে সুপ্রতিষ্ঠিত। ইতিমধ্যে জানা গেছে গ্রুপের এডমিন প্যানেল ও সকল সদস্যদের মাধ্যমে এই গ্রুপ টি ৪০০০+ রক্তের যোগান নিশ্চিত করেছে এই সংঘটন টি।এছাড়া মানবিক কাজের মধ্যে দিয়ে পথশিশু, সমাজে সুবিধা বঞ্চিত মানুষ, শীত বস্ত্র বিতরণ, রোজায় সেহেরি ও ইফতার বিতরণসহ বন্যার্তদের পাশে দাঁড়ায় এই গ্রুপের বন্ধুরা। গ্রুপের ক্রিয়েটর আহমেদ শ্রাবন ছাড়াও এডমিন প্যানেলে আছেন মানবতার ফেরিওয়ালব বন্ধু বান্ধবীদের নিয়ে তারুণ্য নির্ভর এই গ্রপটি। বিশেষ করে ফাউন্ডার মেম্বার হিসেবে যায়ীমা যাহিন ঐশিী, তারেক আলী, তন্নি আক্তার, শাহাদাত হোসেন রিপন, রনি মাইজভান্ডারি শুরু থেকেই কাজ করে যাচ্ছেন৷ এছাড়া বর্তমানে এডমিন হিসেবে মানবতার ফেরিয়ালা তৌহিদুল ইসলাম ও রুহুল আফসানা রিয়া চমৎকার ভাবে লিড দিয়ে যাচ্ছেন পাশাপাশি নিরব আহমেদ, তরিকুল ইসলাম ও ওসমান গনি আছেন এডমিন প্যানেলে। শুরু হওয়ার আগেই সারা বাংলাদেশ বন্ধুরা ঢাকায় এসে রিজার্ভ পিকনিক বাসে এক সাথে রওয়ানা করেন জাতীয় সংসদ ভবন থেকে সকাল ৭.৩০ টা মিনিটে। সকালে পবিত্র কোরআন তেলাওয়াত : বন্ধু হাফিজুল ইসলামের কুরআন তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হয় বিজয় ১৬ই ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় সংগীতের মধ্য দিয়ে ২ শতাধিক বন্ধুদের অংশগ্রহণে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। গ্ৰুপ ক্রিয়েটর শাহীন আহমেদ শ্রাবন(এডমিন& গ্রুপ ক্রিয়েটর) ও সদস্য মিদ্দুলা মেঘের নান্দনিক উপস্থাপনায় এবং এডমিন প্যানেলের পরিচালনায় অনুষ্ঠানের ১ম পর্বে টিশার্ট বিতরণ, পরিচয়, শুভেচ্ছা বক্তব্য, মেয়েদের বালিশ খেলা, আবৃত্তি সহ ক্রেস্ট বিতরণ বিভিন্ন আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলার বন্ধুদের নিয়ে মানবিক কাজে গ্ৰুপের সদস্যরা অবদান রাখায় অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। মানবতার ফেরিওয়ালা ক্যাটাগরিতে সাম্প্রতিক দেশের সবচেয়ে বড় ভয়াবহ বন্যায় কাজ করার জন্য মোঃ আলী হোসেন তারেক (কাতার প্রবাসী) মোঃ তরিকুল ইসলাম শামীম, রুহুল আফসানা রিয়া, মোঃ শাহাদাত হোসেন রিপনকে আজীবন সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। এছাড়া সেরা রক্তদাতার ক্যাটাগরিতে ‘রক্ত কন্যা’ বিভাগে যায়ীমা যাহিন ঐশী, তন্নি আক্তার ও ‘রক্ত মানব’ বিভাগে মোঃ তৌহিদুল ইসলাম, আহমেদ শ্রাবনকে ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মুগ্ধ’র মতো পানি নিয়ে ক্ষুদে মানবিক কন্যা ক্রেস্ট গ্রহণ করেন মেহজাবিন বিনতে শাহীন। নিয়মিত রক্তদাতার পুরস্কার পান কে, আর, আল আমিন (নারায়ণগঞ্জ জেলা) ও বিলাল হাওলাদার (বরগুনা জেলা) অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের পল্লীগীতি শিল্পী ৯/১১ এর সুজন আহমেদ (মহারাজা) ও রনি আহমেদ (সিলেটের শিল্পী) অসাধারণ সুন্দর গান পরিবেশনা করে জমিয়ে তুলেন।।এছাড়া স্থানীয় শিল্পীরা গান পরিবেশনা করেন। গ্রুপের প্রতিষ্ঠাতা শ্রাবন আমাদের জানান সারা বাংলাদেশ বন্ধুদের নিয়ে তারুণ্য নির্ভর এই গ্রুপ বাংলাদেশের ব্যাচ ভিত্তিক গ্রুপের মধ্যে সেরা একটা মানবিক গ্রুপ।এবারের আয়োজনে ঢাকা সিলেট,চট্রগ্রাম মৌলভীবাজার,নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, গাজীপুর, টাংগাইল,বরিশাল, রংপুর, নরসিংদী, রাজশাহী, বরগুনা,পটুয়াখালী, বান্দরবন, চাঁদপুর, লক্ষীপুর সহ বিভিন্ন প্রান্ত থেকে দেশে বিদেশে বন্ধুদের মিলন মেলায় হাজির হয়েছে। জমকালো সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং আহমেদ শ্রাবণ এর সমাপনী বক্ত্যবের মধ্য দিয়ে প্রোগ্রামটি শেষ হয়।

Share This