পুলিশকে জনবান্ধব করতে জোর দেবে সংস্কার কমিশন’

পুলিশকে জনবান্ধব করতে জোর দেবে সংস্কার কমিশন’

পঙ্​ক্তি ডেস্কঃ পুলিশের দেড়শ বছরের পুরোনো আইন সংস্কারসহ পুলিশকে জনবান্ধব করতে যা যা করা দরকার, সেসব নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন। রবিবার (৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিফর্মের কোন জায়গাটায় গুরুত্ব দিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে সাবেক এই স্বরাষ্ট্র সচিব বলেন, ‘১৮৬১ সালের সেই পুলিশ আইনসহ অনেক পুরোনো আইনের তো তেমন কোনও পরিবর্তন হয়নি। পুলিশ আইন আধুনিকায়ন করা উচিত। আমরা সব অংশীজনের সঙ্গে পরামর্শ করে একটি গণতান্ত্রিক দেশে কেমন পুলিশ হওয়া উচিত এবং পুলিশ যাতে জনবান্ধব হয় সেটা নিয়ে কাজ করবো। পুলিশের মুখ্য উদ্দেশ্যই যেন হয় জনগণকে সেবা দেওয়া। বিভিন্ন গণতান্ত্রিক দেশে পুলিশ কীভাবে কাজ করে সে ধারণাগুলো আমরা নেবো। এরপর সংস্কারে সুপারিশ করবো।’

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেন, ‘কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তারা যেসব সহযোগিতা চান সব সহযোগিতা দেবে সরকার।’

Share This