চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরবেন মির্জা ফখরুল

চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরবেন মির্জা ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামীকাল শনিবার দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, আগামীকাল শনিবার ইফতারের আগে বাংলাদেশ বিমানে ৫টা ৫০ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশপণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় পরের দিন গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুলকে। গত ১৫ ফেব্রুয়ারি কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। কারাগারে থাকায় ওজন কমে যাওয়াসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয় তার। তার স্ত্রী ও দীর্ঘদিন ধরে অসুস্থ। এ কারণে সস্ত্রীক চিকিৎসা নিতে গত ৩ মার্চ সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )