পাকুন্দিয়ায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিসভা
পঙ্ক্তি ডেস্ক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. নূরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর ই আলম, উপজেলা যুব উন্নয়ন কমকর্তা মোফাজ্জল হোসেন, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, সমবায় কমকর্তা শাহানা আক্তার, সহকারী প্রকৌশলী ওয়ালীউল্লাহ উল্লাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, সমাজসেবা কমকর্তা শাজাহান, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস. এম মিনহাজ উদ্দিন, উপজেলা কূষকদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান উজ্জ্বল । সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।