ঢাবি ছাত্রশিবিরের ১৪ সদস্য বিশিষ্ট কমিটির পরিচয় সামনে এলো
পঙ্ক্তি ডেস্কঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি মো. আবু সাদেক কায়েম ও সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদের নাম-পরিচয় গণমাধ্যমে আগেই আসে। এবার ঢাবি শাখার ১৪ সদস্য বিশিষ্ট কমিটির পরিচয় সামনে এলো।
বুধবার (২ অক্টোবর) এই কমিটির তালিকা গণমাধ্যমে পাঠানো হয়। এছাড়া ঢাবির ছাত্রশিবিরের ফেসবুক পেজেও কমিটির তথ্য জানানো হয়। তবে ঢাবির শিবির সেক্রেটারি ফরহাদ গণমাধ্যমকে জানিয়েছেন, কমিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে। এখন শুধু পরিচয় করিয়ে দেওয়ার জন্য তথ্যটি জানানো হয়েছে।