ফিটনেসবিহীন গণপরিবহন অপসারণ হবেই: পরিবেশ উপদেষ্টা

ফিটনেসবিহীন গণপরিবহন অপসারণ হবেই: পরিবেশ উপদেষ্টা

পঙ্​ক্তি ডেস্ক:

নগর উন্নয়নে ফিটনেসবিহীন গণপরিবহনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হবেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর বুয়েটে নগর পরিকল্পনা সপ্তাহের অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এ মন্তব্য করনে। রিজওয়ানা হাসান বলেন, ‘একটা স্মার্ট সিটি গড়তে একটি প্ল্যানিং করে আগাতে হয়, কিন্তু সরকার থেকে এ বিষয়ে কোনো প্ল্যান করা হয়নি। ঢাকা সিটি নিয়ে প্ল্যান করে কোনো লাভ নেই। ৫৩ বছর শহরগুলোর সিভিল সিস্টেম আমরা ঠিক করতে পারিনি। সরকারি অফিস প্রজেক্ট ছাড়া কাজ করতে চায় না। সব কাজ প্রোজেক্ট না করে, রুটিং অ্যাক্টিভিটিস করলেই অনেক সমস্যা সমাধান হয়ে যায়। ঢাকাকে দূষণমুক্ত ও বাসযোগ্য নগরীতে পরিণত করার অঙ্গীকার করে আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্র্বর্তী সরকার দায়িত্ব পালনের জন্যই ক্ষমতায় আছেন এবং ঢাকা শহরের দীর্ঘদিনের এ সমস্যা বাস্তবতার নিরিখে সমাধান করতে হবে। এছাড়াও সড়ক সংক্রান্ত আইন ও বিধি-বিধান জানা এবং মেনে চলা, ড্রাইভারদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি এ ব্যাপারে পরিবহন মালিক, শ্রমিক, পথচারী, যাত্রী নির্বিশেষে সকলকে সচেতন হবার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্র জনতার প্রতিনিধি, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share This