আজ যেসব জেলায় নতুন ডিসি পদায়ন করা হলো তার মধ্যে রয়েছে- মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, ঝালকাঠি, পিরোজপুর, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, রাজবাড়ী, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, লক্ষ্মীপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, শরিয়তপুর, বাগেরহাট, পটুয়াখালী, সুনামগঞ্জ, ভোলা, মেহেরপুর, পঞ্চগড়, যশোর, বরগুনা, নড়াইল, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, বরিশাল, ঠাকুরগাঁও, নরসিংদী, দিনাজপুর, সিলেট।
সোমবার যে ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয় সেই জেলাগুলো হলো- ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ।
সোমবার প্রকাশিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম এনামুল করিমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। আজ পৃথক প্রজ্ঞাপনে তার জায়গায় সিলেটের ডিসি পদে নতুন করে পদায়ন করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদকে।
বিভিন্ন জেলায় নতুন ডিসিদের পদায়ন