কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত
বিশেষ সংবাদদাতা, কাপাসিয়া:
উপজেলা প্রশাসন কাপাসিয়া কর্তৃক বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি। তিনি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে পুলিশ প্রশাসন, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচী পালন করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ আমানত হোসেন খান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া। পরে অংশগ্রহনকারীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মিলাদ ও বিশেষ মুনাজাত করা হয়।