বিএসএমএমইউ’র নতুন ভিসি অধ্যাপক দীন মোহাম্মদকে পঙক্তির শুভেচ্ছা !

বিএসএমএমইউ’র নতুন ভিসি অধ্যাপক দীন মোহাম্মদকে পঙক্তির শুভেচ্ছা !

শফিকুল ইসলাম:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য অধ্যাপক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাপ্তাহিক পঙক্তির সম্পাদক ও প্রকাশক পান্না বেগম, সহকারী সম্পাদক আরিফুল ইসলাম ও সাহিত্য সম্পাদক নীল হাসান। প্রধানমন্ত্রীর কাছে তার নাম প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রাজ্ঞাপন জারি করেন। ইতিমধ্যে তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন। অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ছিলেন। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। অধ্যাপক দীন মোহাম্মদ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় জন্মগ্রহন করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বড় স্বপ্ন নিয়েই আমাকে দায়িত্ব দিয়েছেন৷ এ প্রতিষ্ঠানকে শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বে যাতে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে পারি সেই আশা নিয়েই আমাকে দায়িত্ব দিয়েছেন। এ কাজে আমি সচেষ্ট থাকব। তিনি বলেন, উপাচার্য হিসেবে দায়িত্বে আমি চাইব যাতে প্রতিষ্ঠানটি মানবসেবায় বাংলাদেশের শ্রেষ্ঠতম অবদান রাখতে পারে। এমনকি বিশ্বের দরবারে যেন প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা সবাই যেন গর্বের সঙ্গে বলতে পারি বাংলাদেশে এ রকম একটা প্রতিষ্ঠান আছে। বিএসএমএমইউর ১২তম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক দীন মোহাম্মাদ এর আগে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এবং স্বাস্থ্য অধিদদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশব্যাপী চক্ষু রোগী ও চক্ষু বিশেষজ্ঞদের কাছে পরিচিত অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। কিশোরগঞ্জ এলাকার লোকজনের কাছে ‘ননী ডাক্তার’ নামেই বেশি পরিচিত। এ অঞ্চলের সবাই তাকে ননী ডাক্তার হিসেবেই চেনে। চক্ষু বিভাগের নামিদামি বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া সত্ত্বেও সময়-সুযোগ পেলেই ছুটে যান এলাকার মানুষের সেবা করতে।

Share This