উত্তপ্ত ঢাকা মেডিক্যাল, আহত ২২০

উত্তপ্ত ঢাকা মেডিক্যাল, আহত ২২০

পঙ্​ক্তি ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটাবিরোধী আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। ঢামেকের সামনে দফায় দফায় হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে ভেতরে চিকিৎসার জন্য হাহাকার করছেন শিক্ষার্থীরা। একেরপর এক শিক্ষার্থী আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিতে আসেন। তবে আশানুরূপ চিকিৎসা না পেয়ে অন্যত্রে চলে যাচ্ছেন অনেকে।

আজকের ঘটনায় সর্বশেষ ২২০ জন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এতে ছাত্রলীগেরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের অন্যত্রে নিয়ে যাওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢামেকের সামনে ও ভেতরে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোগী ও রোগীর স্বজনরা ছাড়া বাকিদের হাসপাতালের ভেতরে প্রবেশ করতে বাধা দিচ্ছেন আনসার বাহিনীর সদস্যরা।

ঢামেকের সামনে আবদুর রায়হান নামে ঢাকা মহানগর ছাত্রলীগের এক কর্মীকে বেধড়ক মারধর করেছে শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। পরবর্তীতে তিনি দৌড়ে ঢামেক এলাকা ত্যাগ করেন।

এদিকে চিকিৎসা নিতে এসেও হাসপাতালের ইমার্জেন্সি কক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা মহানগর ছাত্রলীগের আরও দুই কর্মীকে দৌড়ে হাসপাতাল ত্যাগ করতে দেখা যায়। তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

Share This