স্কুল ড্রেস পড়ে বাচ্চাদের সঙ্গে ক্লাসে ডিপজল

স্কুল ড্রেস পড়ে বাচ্চাদের সঙ্গে ক্লাসে ডিপজল

পঙ্​ক্তি ডেস্ক:

ঢালিউডের খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অনেক বছর হল তাকে আর নেতিবাচক চরিত্রে পাওয়া যায় না। আগের মত নিয়মিত অভিনয়ও করেন না তিনি। যা করছেন সেটা ইতিবাচক চরিত্র। সম্প্রতি হঠাৎ করে স্কুল ড্রেস পরে ক্লাস করতে দেখা গেছে তাকে। নেটিজেনরাও হয়তো বিস্ময়বোধ করছেন ডিপজল স্কুলে গিয়ে এই বয়সে কেন পড়াশোনা করছেন? তবে ডিপজলের এটা বাস্তব জীবনের কোনো ঘটনা নয়।

এটি ‘অমানুষ হল মানুষ’ চলচ্চিত্রের একটি দৃশ্য। গতকাল ফেসবুকে এই সিনেমার একটি অংশ শেয়ার করা হয়েছে ডিপজলের পেজ থেকে।

মূলত, এই সিনেমায় ডিপজল থাকেন একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। স্কুলের শিক্ষিকা মৌ খানের প্রেমে পড়েন তিনি। এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয়। নানাভাবেই ইমপ্রেস করতে শুরু করেন মৌকে। যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেওয়ার ব্যাপারে নাকচ করে দিতে চান, বলেন- যারা মাস্তানি, গুন্ডামি করে তাদের দ্বারা শিক্ষা গ্রহণ সম্ভব নয়।

নেটিজেনরাও ডিপজলের এমন চরিত্র দেখে মজা পেয়েছেন। অনেকেই নানারকম মন্তব্য করেছেন। এমন অভিনয়ের জন্য অনেকেই তার প্রশংসা করছেন। সমালোচনা করে অনেকেই বলছেন এই বয়সে এস ডিপজলের এমন অভিনয় মানায় না। তার অবসরে যাওয়া উচিৎ।

Share This