নাহিদ ইসলাম: গণমাধ্যম থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি

নাহিদ ইসলাম: গণমাধ্যম থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি

পঙ্​ক্তি ডেস্ক:

গণমাধ্যম ও সাংবাদিকদের থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “যেকোনো ধরনের সমালোচনাকে আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টাও সেই কথা বলেছেন।” সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য উপকারী হবে, এতে আমরা নিজেদের কাজের প্রতিফলন দেখতে পাই, শুধরে নিতে পারি। সেই জায়গা থেকে গণমাধ্যম ও সাংবাদিকতা থেকে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি।”
উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদসহ সংবিধান সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাবউপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদসহ সংবিধান সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব তিনি বলেন, “বিগত ১৬ বছর গণমাধ্যমের ভূমিকা আসলে কী ছিল? কারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, এটা সুস্পষ্ট থাকা উচিত। কেউ যদি পরিস্থিতির শিকার হয়ে থাকে, তাহলে তাকে ভুল স্বীকার করে মানুষের কাছে ক্ষমাপ্রার্থনা করতে হবে।” তথ্য উপদেষ্টা বলেন, “সংবাদমাধ্যম এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন অংশীজন একসঙ্গে ক্রিয়াশীল। এখানে অনেক পরস্পরবিরোধী অংশীজন থাকেন। ওয়েজ বোর্ডের কথাই যদি বলি, তাহলে সম্পাদক, মালিক এবং রিপোর্টাররা একেকজন একেকটা পক্ষ নেবে। সবাই মিলে এক জায়গায় আসতে হবে।”

Share This