আগামী দুই বছর অর্থনীতিতে তিন ধরনের ঝুঁকি থাকবে: সিপিডি

আগামী দুই বছর অর্থনীতিতে তিন ধরনের ঝুঁকি থাকবে: সিপিডি

রবিবার (১৭ নভেম্বর) মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সংস্কার: অন্তর্বর্তী সরকারের এজেন্ডা’ শীর্ষক একটি সংলাপে  প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। আর্থিক খাতে ন্যায়পাল নিয়োগের পরামর্শ দেন তিনি।

প্রবন্ধ তৈরিতে দেশের সেবা, কৃষি, ম্যানুফ্যাকচারিং ও নন-ম্যানুফ্যাকচারিং খাতের এক দশকের বিভিন্ন তথ্য-উপাত্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, ব্যবসায়িক প্রতিযোগিতার মানদণ্ডে বাংলাদেশ শ্রীলঙ্কা ও ভারতের চেয়ে পিছিয়ে। অর্থনীতির তুলনায় ব্যবসায়িক প্রতিযোগিতায় বাংলাদেশ অনেক পিছিয়ে।

Share This