সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলার সিদ্ধান্ত চেয়ে মন্ত্রণালয়ে চিঠি বাংলা একাডেমির
পঙ্ক্তি ডেস্কঃ জনগণের আকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার সিদ্ধান্ত চেয়ে সংস্কৃতি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলা একাডেমি। কয়েককদিনের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা ব্যক্ত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহম্মদ আজম।
মঙ্গলবার (১২ নভেম্বর) কয়েকটি গণমাধ্যম মেলার স্থান নিয়ে প্রতিবেদন করায় তীব্র প্রতিবাদ জানাতে থাকেন প্রকাশকরা।
এর আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গত ৬ নভেম্বর বাংলা একাডেমিকে চিঠি দিয়ে বলেছে, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই ‘অমর একুশে বইমেলা, ২০২৫’ আয়োজন করতে হবে। গতবছরও এই সময় তারা সোহরাওয়ার্দী উদ্যানকে মেলার জন্য বরাদ্দ দিতে রাজি হয়নি। পরে প্রকাশকদের দাবির মুখে সোহরাওয়ার্দীতেই বরাদ্দ দেওয়া হয়। সে সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানানো হয়, উদ্যান ঘিরে সাংস্কৃতিক বলয় তৈরির কাজ শুরু করতে চান তারা। সে কারণে ২০২৪ এ অনুমোদন দিলেও ২০২৫ সালের বইমেলার জন্য তারা উদ্যানের জায়গা বরাদ্দ দেবে না। এরপর গত ৬ নভেম্বর তারা এই সিদ্ধান্ত নিশ্চিত করে জানান।
তাহলে বইমেলা কোথায় হবে জানতে চাইলে বুধবার (১৩ নভেম্বর) বাংলা একাডেমি মহাপরিচালক বলেন, ‘সোহরাওয়ার্দীতে হবে না সেটা আগের সিদ্ধান্ত। কিন্তু জনগণ সেটা চায় না। আমরাও চাই সেখানেই হোক। এটা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হবে। আমরা এরই মধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। আগামীকাল পরশুর মধ্যে একটা সিদ্ধান্ত পাবো বলে আশা করছি।’