প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের ক্ষমতা বৃদ্ধি: গেজেট আকারে প্রকাশ
পঙ্ক্তি ডেস্কঃ
প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের কার্যপরিধি বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতাবলে ১৯৯৬ সালের রুলস অব বিজনেসে এই সংশোধন করা হয়েছে। সংশোধনী অনুযায়ী, বিশেষ সহকারীদের জন্য নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে। গেজেট আকারে প্রকাশিত সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় ও কার্য সম্পাদনের জন্য বিশেষ সহকারীদের দায়িত্ব দিতে পারবেন। এর মাধ্যমে বিশেষ সহকারীরা প্রধানমন্ত্রীর অর্পিত কার্যনির্বাহী কার্যাবলি ও বিশেষ কার্য সম্পাদন করবেন। আগের বিধির অধীনে, প্রধানমন্ত্রী জনস্বার্থে উপদেষ্টা ও বিশেষ সহকারী নিয়োগ করতে পারতেন। কিন্তু নতুন সংশোধনীতে তাঁদের মধ্যে নির্দিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কার্যব্যবস্থাপনা গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে, যা আগে ছিল না। কেবিনেট ডিভিশন জানিয়েছে, এই সংশোধনী মূলত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীদের জন্য আরও কার্যকরী ভূমিকা পালন করার সুযোগ সৃষ্টি করবে। বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুজন বিশেষ সহকারী নিয়োগ করেছেন—লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এবং মাহফুজ আলম।
এই নতুন পদক্ষেপটি সরকারের কার্যকরী ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।