অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন
পঙ্ক্তি ডেস্কঃ
শান্তিতে নোবেল ঘোষণা করার পর আজ ঘোষণা করা হলো অর্থনীতিতে নোবেল জয়ীর নাম। ২০২৪ সালের অর্থনীতিতে নোবেল মেমোরিয়াল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেছে দ্যা রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স। যৌথভাবে এই পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ড্যারন এইসমোগলু, সাইমন জনসন ও ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক জেমস এ রবিনসন। সুইডিশ রয়েল একাডেমি জানিয়েছে যে- প্রতিষ্ঠান গড়ে ওঠার প্রক্রিয়া এবং এর উন্নতিতে প্রভাব রাখার গবেষণায় বিশেষ অবদানের জন্য এই তিন অর্থনীতিবিদকে এ বছর অর্থনীতির নোবেল দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয় ১৯৬৯ সাল থেকে। সুইডিশ রয়েল একাডেমি তখন থেকে এই পুরস্কার দিয়ে আসছে। সেই হিসেবে এবার ৬৬তম নোবেল পুরস্কার পেলেন তারা। ৭ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদানের মধ্য দিয়ে এবারের আসর শুরু হয়। এরপর ৮ তারিখ পদার্থবিদ্যা, ৯ তারিখ রসায়নশাস্ত্র, ১০ তারিখ সাহিত্য ও ১১ তারিখ শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। আজ অর্থনীতিতে সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে এবারের আসর সমাপ্ত হলো।