গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাব, ভেটো রাশিয়া ও চীনের
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থাপন করা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। আজ শুক্রবার যুক্তরাষ্ট্র এ বিষয়ক প্রস্তাব উত্থাপন করলে ভেটো দেয় দেশ দুটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১টি দেশ যুক্তরাষ্ট্রের উত্থাপন করা প্রস্তাবের পক্ষে ভোট দেয়। স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এবং রোটেটিং সদস্য আলজেরিয়া এতে বিরোধিতা করে। আর ভোট দেওয়া থেকে গায়ানা বিরত থাকে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতি অনুযায়ী, একজন স্থায়ী সদস্য ভেটো দিলেই প্রস্তাব বাতিল হয়ে যায়। এ ক্ষেত্রে চীন ও রাশিয়ার ভোটে যুক্তরাষ্ট্রের খসড়া এ প্রস্তাব আটকে যায়।
জাতিসংঘে নিযুক্ত আলজেরিয়ার দূত আমার বেন্দজামা বলেন, প্রস্তাবের বিষয়বস্তু অসম্পূর্ণ। তা ফিলিস্তিনিদের সহ্য করা অপরিসীম যন্ত্রণা তুলে ধরতেও ব্যর্থ। যারা বিশ্বাস করে, ইসরায়েলি দখলদার শক্তি আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা বজায় রাখবে তারা ভুল। তাদের এ কল্পকাহিনী বাদ দিতে হবে।
জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, খসড়াটিতে অত্যধিক রাজনীতিকরণ করা হয়েছে এবং গাজার রাফা শহরে সামরিক অভিযান চালাতে ইসরায়েলের জন্য একটি সবুজ সংকেত রয়েছে।
তিনি বলেন, প্রস্তাবে যুদ্ধবিরতির কোনো আহ্বান নেই। মার্কিন নেতৃত্ব ইচ্ছেকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে।
আর চীনের দূত ঝাং জুন বলেন, মার্কিন খসড়ায় যুদ্ধবিরতির বিষয়টি কৌশলে পরিহার করা হয়েছে, পাশাপাশি অস্পষ্ট রাখা হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এড়িয়ে যাওয়া হয়েছে।
তবে রাশিয়া, চীন ও আলজেরিয়ার দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, রাশিয়া ও চীন এ প্রস্তাবে ভোট দিতে চায়নি, কারণ তারা যুক্তরাষ্ট্রের ব্যর্থতা দেখতে চায়। আরও একবার রাশিয়া পরিস্থিতির উন্নতির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দিল।