আগরতলায় ভিসাসহ সব ধরনের কনস্যুলার সেবা স্থগিত করেছে বাংলাদেশ
পঙ্ক্তি ডেস্ক: ভারতের আগরতলায় নিরাপত্তাজনিত কারণে ভিসাসেবাসহ সব ধরনের কনস্যুলার সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল তিনটা থেকে এই সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য কার্যকর করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। একটি সূত্র জানায়, সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরার আগরতলায় এবং ২৮ নভেম্বর কলকাতায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।