বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিলেন অমিত শাহ

পঙ্​ক্তি ডেস্কঃ

উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী সিধু কানহুর জন্মস্থান হিসেবে সম্মানিত সাঁওতাল পরগণার ভোগনাডিতে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, পরিবর্তনের এই যাত্রা রাজ্যের প্রতিটি গ্রামে ২ অক্টোবর পর্যন্ত পরিবর্তনের বার্তা দেবে।

পরিবর্তন যাত্রা সম্পর্কে অমিত শাহ বলেন, ‘কিসের পরিবর্তন? ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী বদলানো নয়। এমনকি বিজেপিকে ক্ষমতায় আনাও নয়। এই দুর্নীতিবাজ সরকারকে অপসারণ করারা এবং দুর্নীতি দমন করতে পারে এমন একটি সরকার আনার পরিবর্তন করতে হবে।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের আবেদন জানাতে চাই। আমরা প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো ঝুলিয়ে সোজা করব।’

লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা সাঁওতাল পরগণায় উপজাতীয় জনসংখ্যার হ্রাস এবং ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন। এবার অমিত শাহও তাদের বক্তব্যেরই পুনরাবৃত্তি করেছেন।

অমিত শাহ অভিযোগ করেন, ‘এই জমি আদিবাসীদের। তবে এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আর আদিবাসীরা ৪৪ শতাংশ থেকে ২৮ শতাংশে নেমে এসেছে। যেহেতু অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস ও আরজেডির ভোটব্যাংক, তাই এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, পাকুড় জেলায় ‘হিন্দুরা ঝাড়খণ্ড ছাড়ো’ স্লোগানও তোলা হচ্ছে।

তিনি বলেছেন, ‘আমি ঝাড়খণ্ড হাইকোর্টকে ধন্যবাদ জানাতে চাই যে, এটি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে এবং কেন্দ্র শিগগিরিই এই তদন্তে ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে।’

হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জোট সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে অভিযুক্ত করে অমিত শাহ বলেন, ‘হেমন্ত সরকার দুর্নীতি ছাড়া কিছুই করেনি। এটি দেশের সবচেয়ে দুর্নীতিবাজ সরকার।’

Share This